• Thu. Mar 30th, 2023

এবারে ওজন কমিয়ে লাল-গোলাপি পোশাকে অভিনেত্রী শুভশ্রী

এবার কটূক্তির যোগ্য জবাব দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। মাতৃত্বকালীন ওজন বেড়ে যাওয়ার দরুন অভিনেত্রীকে মোটা, মোটাশ্রী, মুটকি, হাতি, কুমড়ো ইত্যাদি নামে বহু কটুক্তি শুনতে হয়েছিল। এখন অভিনেত্রী কঠোর পরিশ্রম করে অনেকটাই স্লিম করেছেন নিজেকে।

গতকাল বাংলা ডান্সের মঞ্চে মন মাতানো পারফরম্যান্সে বহু দর্শকের ঘুম কেড়েছেন। গতকালের এপিসোডে অহনা এবং অহনার মা পিঙ্গা দ্যা পুরি গানে পারফরম্যান্স করেছিলেন। সেই পারফরম্যান্সেই মুগ্ধ ছিলেন দুই বিচারক। এত সুন্দর শ্রেয়া ঘোষালের গানে তারাও মঞ্চে নাচার সুযোগ হাতছাড়া করতে চাননি।

অহনা এবং অহনার মায়ের নাচের শেষে বিচারকের আসন ছেড়ে অভিনেত্রী শ্রাবন্তী এবং অভিনেত্রী শুভশ্রী চলে যান মূলমঞ্চে। নাচতে শুরু করেন তারা পিঙ্গা দ্যা পুরি গানে। অসাধারণ মন মাতানো পারফরমেন্সে সকলেই মুগ্ধ।এদিন অভিনেত্রী শুভশ্রীর পরনে ছিল লাল-গোলাপি রঙের পোশাক।

মা হওয়ার পর থেকেই তাকে নানারকম কটুক্তি শুনতে হয় তাকে। তবে কাল পারফরম্যান্সের পর শুভশ্রী সব কটুক্তির যোগ্য জবাব দিয়েছেন বলে অনেকেই মনে করছেন।