• Thu. Mar 30th, 2023

হবু বৌকে নিয়ে অনামিকার জন্মদিনে নায়ক আদৃত!

এই নভেম্বরে বিয়ে নায়ক আদৃতের। পাত্রী কে, তাকে কেমন দেখতে? জানতে উদগ্রীব দর্শক। এ দিকে অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের সঙ্গেও আদৃতের নাম জড়িয়ে তুমুল গুঞ্জন।

এ সবের মধ্যেই ইনস্টাগ্রামে হবু বৌয়ের ছবি দিলেন আদৃতের ‘প্রিয় বান্ধবী’ অনামিকা চক্রবর্তী। ২৫ মার্চ জন্মদিন উপলক্ষে অনামিকার আমন্ত্রণে আদৃত তার প্রেমিকাকে নিয়ে এসেছিলেন। সেই ছবি ২৮ জুলাই বুধবার ভাগ করে নেন অনামিকা ইনস্টাগ্রামে।

আবার এইদিকে বন্ধুর হবু বৌয়ের ছবি পোস্ট করতে গিয়ে অনামিকা সামনে এনে ফেলেছেন আরও একটি নতুন তথ্য। টেলিপাড়ার গুঞ্জন, অনামিকার সঙ্গে নাকি দারুন প্রেম অভিনেতা উদয়প্রতাপ সিংহের। ছবির দৌলতে সেই রটনাতেও রটেছে। উদয়কে দেখা গিয়েছে অনামিকার পাশে। অর্থাৎ, জন্মদিন পালন করতে গিয়ে ফ্রেমেরতে ধরা পড়েছেন অনামিকা-উদয়। ঘটনাচক্রে ‘মিঠাই’ ধারাবাহিকে উদয় হল আদৃতের ‘ভগ্নিপতি’।

দুই জোড়া প্রেমের জুটি এক সঙ্গে এক ছবিতে ধরা দিতেই সে ছবি ভাইরাল। অনামিকাও ছবিতে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন, ‘আমার পরিবার বড় হচ্ছে! সবার উপস্থিতিতে জন্মদিন বিশেষ হয়ে উঠেছে’।