• Sat. Jun 10th, 2023

একসঙ্গে দু’টি প্যান্ট পরেছেন উরফি জাভেদ!

সোশ্যাল মিডিয়ায় এখন একটাই নাম উরফি জাভেদ। বিমানবন্দরে কিংবা রাস্তায় যখনই তাঁকে দেখা যায়, পাপারাৎজিরা ছুটে যান তাঁর দিকে। তাঁর পরিহিত পোশাক নিয়ে সব সময়ই সোশ্যাল মিডিয়া উত্তাল। সেফটিপিনের জামা থেকে শুরু করে নিজের ছবি দিয়ে শরীর ঢাকা, এবার তিনি একসঙ্গে পরলেন দু’টি প্যান্ট!

অনেকেই ভাবলেন তাদের দেখার ভুল কিন্তু না কোনও ভুল নয়। সবুজ ব্রালেট টপের নীচে উরফি পরেছেন দু-খানা বাদামি প্যান্ট। একটি প্যান্টের বেল্টের কাছে পিন দিয়ে আটকানো আরও একটি একই রকম প্যান্ট। এই পোশাকে নিমেষে ট্রোলড হয়ে গেলেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় তাঁকে উদ্দেশ্য করে আবার নানান মন্তব্যের ঝড়। তবে এখানেই চমকের শেষ নয়। টেলিভিশন তারকা তার পরের একটি পোস্টেই শাড়িতে দেখা দিলেন। শুধু তাই নয়, শাড়ি পরে পায়ে হাই হিল নিয়েই স্কিপিং দড়িতে লাফালেন অভিনেত্রী। বিগ বস খ্যাত উরফি বার বার এ ভাবেই নিজের ছক ভাঙা অবয়বে সামনে আনেন। নিজের মতো জীবন কাটানোই যে তাঁর পছন্দ।