• Fri. Mar 31st, 2023

নিজের বাড়িতে টাওয়েল পরে থাকেন উদিত নারায়ণ!

সঙ্গীতশিল্পী হিসেবে দর্শকের কাছে তিনি বেশ পরিচিত মুখ। তাঁর গান আজও দর্শকের মনে লেগে আছে। ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠিত করে তুলেছেন তিনি। তিনি হলেন উদিত নারায়ণ। কিন্তু ব্যক্তি উদিতকে যাঁরা চেনেন তাঁরা জানেন তিনি খুব মজার একজন মানুষ। তারই হালকা ঝলক এ বার প্রকাশ্যে।

‘দ্য কপিল শর্মা শো’-এর অতিথি হিসেবে হাজির ছিলেন উদিত নারায়ণ, কুমার শানু এবং অনুরাধা পড়ওয়াল। সংশ্লিষ্ট চ্যানেল কর্তৃপক্ষ আসন্ন সেই এপিসোডের একটি প্রোমো প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়। আর সেখানেই উদিতের মন্তব্য দেখে গোটা এপিসোড দেখার আগ্রহ আরও বেড়ে গিয়েছে দর্শক মহলে।

সেই শোয়ের সঞ্চালক কপিল সারাক্ষণই মজা করতে থাকেন। এর আগে ছেলে আদিত্য নারায়ণের সঙ্গে ওই শো অতিথি হিসেবে গিয়েছিলেন উদিত নারায়ণ। সে সময় জানা গিয়েছিল, তিনি নাকি বাড়িতে শুধুমাত্র টাওয়েল পরে ঘোরাঘুরি করেন। কপিল সেই প্রসঙ্গ উল্লেখ করে উদিতকে প্রশ্ন করেন, ‘এখন তো বাড়িতে বউমা এসে গিয়েছেন। নিশ্চয়ই আপনার খুব সমস্যা হচ্ছে।‘ এর উত্তরে বেশ মজা করেই উদিত বলেন, তিনি নাকি এখনও টাওয়েল পরেই থাকেন। তিনি কৃষক সন্তান। এটাই তাঁর অভ্যেস আর এটা পরিবর্তন হওয়ার নয়।