• Mon. May 29th, 2023

মিডিয়ার সামনে তৈমুরের একি আচরণ!

এক কথায় খুদে সেলেব তৈমুর আলি খান। জন্মের পর থেকেই সইফ আলি খান এবং করিনা কাপুর খানের বড় ছেলে লাইমলাইটে থেকেছে, তার অনেকটাই আয়ত্তে কী ভাবে ক্যামেরা সামলাতে হয়। এই ধারণা আরও স্পষ্ট করল কারণ সদ্য মুম্বইতে পাপারাৎজিদের সামনে তার আচরণ।

তৈমুর এবং ইনায়া খেমুকে নিয়ে ফ্রেমবন্দি হন সইফ। তৈমুর এবং ইনায়া ন্যানির সঙ্গে ছিল। প্রথমে সইফ গাড়িতে উঠে যান, তারপর তৈমুর ন্যানির সঙ্গে গাড়ির দিকে যেতে যেতে উপস্থিত মিডিয়ার দিকে সে তাকিয়ে প্রশ্ন করে, ‘আমি কি যেতে পারি?’

কয়েক মাস আগেই দ্বিতীয় সন্তান জেহ-র মা হয়েছেন করিনা কাপুর। কিন্তু এখনও পর্যন্ত তিনি ছবি প্রকাশ করেননি ছোট ছেলের। তৈমুরের মতো অতটা লাইমলাইটে নেই জেহ। প্যানডেমিক পরিস্থিতিতে সচেতন ভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় কিন্তু তৈমুর তুমুল জনপ্রিয়। তাঁর ছবি বা ভিডিয়ো শেয়ার করা নিয়ে পরিবারের অন্দরেই মতবিরোধ ছিল। করিনার বাবা রণধীর কাপুর নাকি পছন্দ করতেন না প্রতিদিন মিডিয়ায় নাতির ছবি দেখতে। অন্যদিকে আবার করিনা মনে করতেন, তৈমুর কোথাও গেলে ওর উপর লাইমলাইট তো থাকবে, ছোট থেকে এটাই সে জেনে বড় হোক। জেহ-র ক্ষেত্রেও একই মত পোষণ করেন করিনা।’