• Fri. Mar 31st, 2023

শিল্পাও কি জড়িত রাজ কুন্দ্রার পর্নোগ্রাফি ব্যবসায়? তদন্তে মুম্বই পুলিশ

পর্ন-কাণ্ডে রাজ কুন্দ্রার স্ত্রী শিল্পা শেট্টি কি তাঁর সহযোগী ছিলেন? তদন্তে নেমে এমনটাই অনুমান করছেন মুম্বই পুলিশ। যদিও এখনও পর্যন্ত সরাসরি শিল্পার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। তবে তদন্ত থেকে পুরোপুরি তাঁকে ছাড় দেওয়া হচ্ছে না এখনই। সোমবার রাজ গ্রেফতার হওয়ার পরেই শিল্পা মায়ের কাছে চলে যান। আপাতত তিনি সন্তানদের নিয়ে বোন শমিতা শেট্টির সঙ্গে থাকছেন বান্দ্রার বাংলোয়। মঙ্গলবার নাচের রিয়্যালিটি শো ‘সুপার ড্যান্সার ৪’-এর শ্যুটেও তিনি আসেননি। তাঁর অনুপস্থিতির প্রকৃত কারণও কাউকে জানাননি। তদন্তে নেমে তাই এ দিকটি খতিয়ে দেখছে প্রশাসন।

মু্ম্বই সংবাদমাধ্যমের কাছে ইতিমধ্যেই মুখ খুলেছেন যুগ্ম নগরপাল (অপরাধ শাখা) মিলিন্দ ভরাম্বে। তাঁর দাবি, যাঁরা ইতিমধ্যেই পর্ন কাণ্ডের শিকার এগিয়ে আসার আবেদন জানিয়েছে তাঁদের মুম্বই প্রশাসন। অপরাধ দমন শাখার সঙ্গে যোগাযোগ করে তাঁরা তথ্য-প্রমাণ দিলে অপরাধীদের শনাক্ত করা সম্ভব হবে। পাশাপাশি, দ্রুত গতিতে তদন্তও এগোবে, দাবি তাঁর।

প্রাথমিক তদন্তে আরও জানা গিয়েছে, ২০১৯-এর ফেব্রুয়ারিতে রাজ একটি সংস্থা খোলেন ‘আর্মস প্রাইম মিডিয়া প্রাইভেট লিমিটেড’ নামে। তার ছ’মাস পরেই সংস্থাটি ‘হটশট’ নামে একটি মুঠোফোন অ্যাপ তৈরি করেছিল। তদন্তকারী অফিসারদের দাবি, যা প্রশাসনের কাছে পর্ন অ্যাপ নামে চিহ্নিত। অন্য দিকে, মঙ্গলবার আদালত রাজ কুন্দ্রাকে ২৩ জুলাই, শুক্রবার পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

এ দিকে নাচের রিয়্যালিটি শো-এর সেট থেকে জানা গিয়েছে, শিল্পা শেট্টি শ্যুট থেকে আপাতত দূরেই থাকবেন। তাই আগামী পর্বগুলিতে দেখা যাবে না তাঁকে। তাঁর শূন্যস্থান ভরাট করতে আসছেন করিশ্মা কপূর।