• Fri. Mar 31st, 2023

বিগ বস ১৫ সঞ্চালনার কত পারিশ্রমিক নেবেন সলমন?

সদ্য শেষ হল জনপ্রিয় শো বিগ বস ওটিটি। এই প্রথমবার এই রিয়ালিটি শো ওটিটিতে দেখলেন দর্শকেরা। এবার টেলিভিশনে শুরু হবে এই রিয়ালিটি শো। আগামী অক্টোবরে শুরু হতে পারে বিগ বস ১৫। সেখানে সঞ্চালকের ভূমিকায় দেখা যাবে বলি তারকা সলমন খানকে। এই রিয়ালিটি শোয়ের জন্য সলমন খান ঠিক কত পারিশ্রমিক নিচ্ছেন, তা নিয়ে একটা জল্পনা তৈরি হয়েছে। তবে খবর পাওয়া যাচ্ছে, তাতে পারিশ্রমিকের অঙ্ক শুনলে সাধারণ মানুষের চোখ কপালে উঠবে।

বিগ বস ১৫ চলবে ১৪ সপ্তাহ ধরে। আগের সিজনগুলোতে সলমনকে দেখার জন্যই বহু দর্শক টিভির পর্দায় বিগ বস দেখতেন বলে সূত্রের খবর। কিন্তু এই ১৪ সপ্তাহের একটি রিয়ালিটি শোয়ের জন্য ঠিক কত পারিশ্রমিক নিতে পারেন সালমান?

খবর অনুযায়ী জানা যাচ্ছে, বিগ বস ১৫ সঞ্চালনার জন্য সলমন খান নাকি ৩৫০ কোটি টাকা পারিশ্রমিক নেবেন! নির্মাতাদের সঙ্গে তাঁর নাকি তেমনই চুক্তি হয়েছে। যদিও এ বিষয়ে সলমন নিজে এখনও পর্যন্ত প্রকাশ্যে কিছু বলেননি।