• Fri. Mar 31st, 2023

সলমনের সিনেমা দেখে আনন্দে হলের মধ্যে তাণ্ডবের ভিডিও ভাইরাল!

বলি অভিনেতা সলমন খানের ‘অন্তিম’ অবশেষে মুক্তি পেয়েছে। অনেকদিন পর ভাইজানকে বড় পর্দায় দেখার জন্য প্রচুর ভাইজান ভক্তরা সিনেমা হলে গিয়ে ভিড় জমাচ্ছে। কিন্তু মুশকিল হল তাঁরা সলমনের সিনেমা দেখে এতটাই মুগ্ধ হলেন যে, হলের ভিতরেই বাজি পুড়িয়ে তাণ্ডব শুরু করে দিয়েছে সকলে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একটা শোরগোল পড়ে যায়।

তাণ্ডবের ভিডিও ভাইরাল হতেই সলমন নিজে তাঁর ফ্যানদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বোঝানোর প্রচেষ্টা করেছেন। সেই ভাইরাল হওয়া ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে তিনি সকলকে সিনেমা হলের ভিতরে বাজি পোড়ানো থেকে বিরত থাকতে বলেন।

সলমন খান এও লেখেন যে, এই সমস্ত কাজ করলে ভয়ানক কিছু হয়ে যেতে পারে। প্রাণ নাশের আশঙ্কার কথা তাঁর অনুরাগীদের জানান ভাইজান। তিনি সিনেমা হলের মালিকদের কাছে আবেদন করেছেন যে, দর্শকদের বাজি নিয়ে হলে প্রবেশ যাতে না করতে দেয় হলের মালিকরা। তিনি সিনেমা দেখে আনন্দ উপভোগ করতে বলেছেন তবে এমন কাজ থেকে বিরত থাকতেও বলেছেন তাঁর ভক্তদের।