• Thu. Jun 8th, 2023

এবার কি খ্রিস্টান মতে বিবাহ করলেন রাজকুমার-পত্রলেখা?

গত ১৫ নভেম্বর চণ্ডীগড়ের এক বিলাসবহুল হোটেলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন রাজকুমার রাও এবং পত্রলেখা। টুকটুকে লাল বেনারসি আর গা-ভরা গয়না নিয়ে ষোলো আনা বাঙালি সাজে বিয়ের পিঁড়িতে বসেছিলেন পত্রলেখা। তাঁর মাথায় ভারী কাজের ওড়নাতে বাংলায় লেখা ছিল রাজকুমারের উদ্দেশ্যে প্রেমের চিঠি।

কিন্তু বাঙালি সাজ এবার বদলে বঙ্গতনয়ার অঙ্গে এ বার দুধসাদা রঙের গাউন। নানান ভঙ্গিমায় লেন্সবন্দি হলেন পত্রলেখা। সাধারণত খ্রিস্টান মতে বিয়েতে এ ভাবে সাজেন বিয়ের কনেরা। এবার শোনা যাচ্ছে, হিন্দু মতে বিবাহের পর খ্রিস্টান মতেও বিবাহ সেরেছেন বলিউডের নতুন এই তারকা-দম্পতি। তবে ইনস্টাগ্রামে এখনও এই অনুষ্ঠানের কোনো ছবি পোস্ট করেননি পত্রলেখা বা রাজকুমার দুজনের কেউই।

সম্প্রতি রাজকুমার এবং পত্রলেখা একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তাঁদের কাছের মানুষদের নিয়ে। পরিবারের সদস্যদের সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন নৃত্যপরিচালক ফারহা খান। তাঁদের দীর্ঘ ১১ বছরের প্রেম পরিণতি পেয়েছে বিবাহে।