• Thu. Mar 30th, 2023

শ্যুট করতে গিয়ে চোখের উপর আঘাত পেলেন প্রিয়ঙ্কা!

‘অ্যাভেঞ্জার্স: এন্ড গেম’ খ্যাত পরিচালক অ্যান্টনি এবং জো রুসোর ওয়েব সিরিজ ‘সিটাডেল’-এ অভিনয় করছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সেই সিরিজের শ্যুটিংয়ের একাধিক ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। এদিকে শুক্রবার দুপুরে প্রিয়ঙ্কা একটি ছবি পোস্ট করেছেন তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে আর সেখানে দেখা যাচ্ছে, সেটে আহত হয়েছেন অভিনেত্রী।

অভিনেত্রী স্টোরিতে দু’টি রক্তাক্ত ছবি পোস্ট করেছেন। একটিতে তাঁর চোখের উপরে ক্ষতচিহ্ন এবং অন্যটিতে আঘাত তাঁর গালে। এক অনুরাগী আবার তাঁকে জিজ্ঞাসা করে লিখেছেন, ‘আপনি কি সত্যিই আহত হয়েছেন, না কি মেকআপ?’ প্রিয়ঙ্কার সেটার উত্তরে জানান, গালের ক্ষতচিহ্ন তাঁর নকল হলেও ডান চোখের উপরে তিনি বাস্তবেই আঘাত পেয়েছেন।

অভিনেত্রীর অনুরাগীদের দৌলতে একাধিক ছবি ঘুরচ্ছে নেট দুনিয়ায়। কোথাও তাঁর দিকে বন্দুক তাক করা, কোথাও বা আবার তিনিই বন্দুক হাতে দাঁড়িয়ে। বোঝাই যাচ্ছে, জোরকদমে চলছে আন্তর্জাতিক এই সিরিজের শ্যুটিং। বহু দিন পর তাঁর অনুরাগীরা তাঁকে ফের পর্দায় দেখতে পাবেন বলে খুবই খুশি তাঁরা।