• Fri. Mar 31st, 2023

আজই দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন নেহা ধুপিয়া

আজ দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন বলি অভিনেত্রী নেহা ধুপিয়া। নেহা এবং তাঁর স্বামী তথা অঙ্গদ বেদীর ঘরে এল পুত্র সন্তান। বিশেষ সূত্রের খবর, মা এবং সদ্যোজাত দুজনেই ভাল আছে।

নেহা এবং অঙ্গদের এক কন্যা সন্তান রয়েছে। তার নাম মেহের। মেহেরের আগামী মাসেই তিন বছর বয়স হয়ে যাবে। নেহার অন্তঃসত্ত্বা অবস্থার ফটোশুটের ছবি শেয়ার করে তাঁদের পুত্র সন্তান হওয়ার সুসংসাব সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অঙ্গদ নিজেই। আর এই খবর শেয়ার করার পর সেই দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তাঁদের বন্ধু এবং ইন্ডাস্ট্রির সদস্যরা।

নেহা ২০১৮ সালে নভেম্বর মাসে প্রথম সন্তান মেহেরের জন্ম দেন। এখন তাঁর বয়স ৪০ বছর। ফলে দ্বিতীয় মাতৃত্ব নিয়ে অনেক বেশি সাবধানী ছিলেন তিনি। এ প্রসঙ্গে আগেই নেহা বলেছেন, দ্বিতীয় মাতৃত্ব প্রথম বারের থেকে অনেকটাই আলাদা তাঁর কাছে। প্রথমবার অনেক প্রশ্ন ছিল মনে কিন্তু এখন বেশিরভাগ প্রশ্নের উত্তর তিনি জানেন। তবে লকডাউনের জন্য তাঁর সমস্যা অনেক বেশি। তাই বাড়িতেই থাকতে হচ্ছে এবং মেহেরের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।