• Sat. Jun 10th, 2023

রণবীর এবং আলিয়ার বিয়ের অনুষ্ঠান শুরু ১৩ এপ্রিল!

ঋষি-নীতুর বাগদান হয়েছিল ১৯৭৯ সালের ১৩ এপ্রিল। মাঝে ৪৩টা বছর পার। এবার একই দিনে শুরু হয়ে যাচ্ছে ছেলে রণবীর কপূরের বিয়ের অনুষ্ঠান। ‘রণবীর-আলিয়া’র বিয়ে নিয়ে তুমুল হইচইয়ের ফাঁকেই বেরিয়ে এল এই তথ্য। আর এই তথ্য ফাঁস করলেন রণবীরের মা, নীতু কপূর।

ইনস্টাগ্রামে আংটি বদলের ছবি পোস্ট করে নীতু কাপূর লিখেছেন, ‘বৈশাখীর প্রিয় স্মৃতি। ৪৩ বছর আগে, ১৯৭৯ সালের ১৩ এপ্রিল আমাদের বাগদান হয়েছিল।‘ আর এবার এত বছর পরে এই একই দিনে বিয়ের অনুষ্ঠান শুরু রণবীরের। ১৩ এপ্রিল থেকেই শুরু হয়ে যাবে বিয়ের আগের রীতি-নিয়মের অনুষ্ঠান।

জানা যাচ্ছে, রীতি মাফিক বিয়ের অনুষ্ঠান শুরু করার আগে প্রয়াত অভিনেতা ঋষি কাপূরকে শ্রদ্ধা জানাতে এক বিশেষ পুজোর আয়োজন করবে কপূর ও ভট্ট পরিবার। রণবীরের পরিবার এখনও এসব নিয়ে মুখ খুলে না থাকলেও আলিয়ার কাকা জানান, বিয়ের সব প্রস্তুতি ঠিকমতোই চলছে। তবে বিয়ের ব্যাপারে সব সিদ্ধান্ত নিচ্ছেন রণবীর-আলিয়া।