• Sat. Dec 3rd, 2022

অনন্যা পাণ্ডেকে এনসিবি-র তলব! মাদক-কাণ্ডে এবার নতুন মোড়

এবার এনসিবির দফতরে ডেকে পাঠানো হল বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডেকে। বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ জিজ্ঞাসাবাদের জন্য চাঙ্কি পাণ্ডের কন্যা অনন্যা পাণ্ডেকে ডাকা হয়েছে। আজ তাঁর বান্দ্রার বাড়িতে এনসিবির খানা তল্লাশি চলে।

আজ এনসিবির বেশ কিছু আধিকারিক মুম্বইয়ের আন্ধেরি এলাকায় তল্লাশি চালিয়েছেন এবং তল্লাশি চালিয়ে তাঁদের দাবি, মাদক-কাণ্ডে জেরা করে এক অভিযুক্তর কাছ থেকে যা তথ্য মিলেছে, তারই ভিত্তিতে নাকি তাঁদের এই তল্লাশি চালানো। আর তারপরই অনন্যার বাড়িতে পৌঁছয় এনসিবি আধিকারিকরা।

প্রায় বলা যায় একই সময়ে শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এও এনসিবির অন্য আরেকটি দল হানা দেয়। এদিকে আজ সকালেই শাহরুখ তাঁর ছেলে আরিয়ান খানের সঙ্গে দেখা করতে আর্থার রোড জেলে পৌঁছান। ১৫ মিনিট কথা বলে সেখান থেকে বেরিয়ে আসেন। তবে মাদক কাণ্ডে এবার যে বলি অভিনেত্রীর নাম উঠে আসছিল সেই কি তাহলে অনন্যা পাণ্ডে, প্রশ্ন একটা থেকেই যাচ্ছে।