• Thu. Jun 8th, 2023

আরএসএস-কে নিয়ে ভুয়ো মন্তব্য করায় জাভেদের বিরুদ্ধে এফআইআর দায়ের

Byadmin

Oct 4, 2021 , ,

সোমবার জাভেদ আখতারের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ কারণ তাঁদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি রাষ্ট্রীয় স্বয়ংসেবককে নিয়ে মন্তব্য করে সংগঠনকে অপমান করেছেন। শহরের এক আইনজীবী সন্তোষ দুবে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন মুলুন্দ থানায়। ভারতীয় দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ নম্বর ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা যাচ্ছে।

গত মাসে এই আইনজীবী জাভেদকে একটি আইনি নোটিস পাঠিয়েছিলেন আর সেখানে অভিযোগ হিসেবে লেখা ছিল, টেলিভিশনে একটি সাক্ষাৎকার দেওয়ার সময়ে জাভেদ আরএসএস দলকে নিয়ে ‘ভুয়ো এবং অপমানজনক’ মন্তব্য করেছেন। সেই জন্য আইনজীবী সন্তোষ জাভেদকে ক্ষমা চাইতে বলেন।

সন্তোষ এক সংবাদমাধ্যমকে জানান যে, আইনি নোটিস পাঠানো সত্ত্বেও জাভেদ আখতার নাকি ক্ষমা চাননি। আর তাই তাঁর অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে এখন।