• Fri. Mar 31st, 2023

টেনে লম্বা করা হচ্ছে আরিয়ান-মাদক মামলাকে, জানালেন রোহতগি

গতকাল ২৮ দিন পর মুক্তি পেয়েছে শাহরুখ-তনয় আরিয়ান খান। তাঁর বিরুদ্ধে কোনও প্রমাণ নেই এবং এই মামলাকে অযথা টেনে লম্বা করার চেষ্টা করেছে এনসিবি, এমনই মন্তব্য করলেন মাদক মামলায় তাঁর আইনজীবী তথা দেশের প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি।

দায়রা আদালতে আরিয়ানের জামিন খারিজের পর আবেদন করেন বম্বে হাই কোর্টে। সেখানে আরিয়ানের হয়ে সওয়াল করেন আইনজীবী মুকুল রোহতগি। তিনিই এবার মুখ খুললেন এনসিবি-র কর্মপদ্ধতি নিয়ে পাশাপাশি তিনি প্রশ্ন তুললেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের ধরন পদ্ধতি নিয়েও।

একটি সাক্ষাৎকারে মুকুল জানান যে, এই মামলায় বড় অঙ্কের মাদক গ্রহণ, পরিবহণ বা সঙ্গে রাখার কোনো প্রশ্নই নেই। এদিকে আরিয়ানের কাছ থেকেও কোনো মাদক উদ্ধার হয়নি। কিন্তু তাও এনসিবি নাকি চেষ্টা করেছে, মামলাটিকে মাদকের বাণিজ্যিক ব্যবহার হিসেবে দেখাতে। তাই তাঁর ধারণা এই মামলাকে অযথা টেনে লম্বা করানোর চেষ্টা করা হচ্ছে।