• Mon. May 29th, 2023

আজ তাঁর জন্মদিনে সত্যিই কি সামনে আসবেন শাহরুখ?

আজ বলিউড বাদশাহ শাহরুখ খানের ৫৬-তম জন্মদিন। প্রতিবারের মতো আজও অট্টালিকার বারান্দায় আসবেন বাদশাহ। এই আশাতে অপেক্ষায় থাকেন তাঁর অনুরাগীরা। এসে সেই চেনা ভঙ্গিতে হাত নাড়বেন, হাসবেন, অনুরাগীদের মধ্যে থেকে চিৎকার ভেসে আসবে।

এদিকে ইতিমধ্যেই সেজে উঠেছে ‘মন্নত’। দীপাবলির আগেই উৎসবের আমেজ অট্টালিকা জুড়ে। উপলক্ষ দুটি, ছেলে আরিয়ান খানের ঘরে ফেরা এবং কিং খানের জন্মদিন। জন্মদিনে অনুরাগীদের সঙ্গে দেখা করতে বাড়ির বারান্দায় আসেন শাহরুখ। কোনও বছরই এর অন্যথা হয়না। শাহরুখের জন্মদিনের দু’দিন আগেই জেল থেকে বাড়ি ফিরেছেন আরিয়ান। কিন্তু কঠিন সময় পেরিয়ে কী ভাবে নিজের এই বিশেষ দিন কাটাবেন কিং খান?

তবে জানা যাচ্ছে যে এ বছরও অনুরাগীদের সঙ্গে দেখা করবেন শাহরুখ। তাঁর কঠিন সময়ে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানাবেন তিনি। আরিয়ানের গ্রেফতারের পর ‘মন্নত’-এর সামনে ভিড় না জমানোর অনুরোধ এসেছিল খান পরিবারের তরফে। তবে ছেলে ঘরে ফিরতেই বদলে যায় সেই ছবি। যেদিন আরিয়ান ফেরেন নিজের বাড়ি অনুরাগীর ভিড় উপচে পড়ে ‘মন্নত’-এর সামনে। আজ এই বিশেষ দিনে সত্যিই কি সামনে আসবেন কিং খান?