• Tue. Jan 31st, 2023

নিজেকে ‘হট’ বোঝাতে মল্লিকা শেরাওয়াতকে কী করতে বলা হয়েছিল?

বলিউডের বোল্ড অভিনেত্রী বলতে যার নাম সবার প্রথমে আসে তিনি মল্লিকা শেরাওয়াত। তিনি অভিনয়ের স্বার্থে কোনওদিন সাহসী দৃশ্যে অভিনয় করতে পিছপা হননি। তবে এমন অনেক পরিস্থিতির মুখোমুখি অভিনেত্রী হয়েছেন, যেখানে প্রযোজক বা পরিচালকরা তাঁকে অপ্রয়োজনে সাহসী দৃশ্য করতে বলেছেন। যদিও মল্লিকা অপ্রয়োজনে সাহসী হওয়ার এই ধারণাকে কোনওদিনই আমল দেননি আর ঠিক সেরকমই একটি অভিজ্ঞতার কথা মল্লিকা শেয়ার করেছেন।

অভিনেত্রী জানান যে, একবার এক প্রযোজক কোনো এক দৃশ্যের উষ্ণতা দেখানোর জন্য মল্লিকার কোমরে রুটি তৈরি করতে চেয়েছিলেন। তিনি যে খুব হট তা দর্শকদের বোঝানোর জন্য এই আইডিয়া দিয়েছিলেন তিনি। এই কথা শোনার পর মল্লিকা নাকি বলেছিলেন তিনি এই দৃশ্য করবেন না। তাঁর কাছে গোটা ঘটনাটাই অসম্ভব হাস্যকর লেগেছিল।

এই কথা বলে ভারতীয় মহিলাদের আকর্ষণীয় দেখানোর বিষয়টিকে কটাক্ষ করেছেন মল্লিকা। তিনি এও জানান যে, তাঁর মাথায় ঢোকে না ভারতীয় মহিলাদের হট দেখানোর জন্য এই বিষয়টাই কেন দেখাতে হবে। এখন যদিও পরিস্থিতি অনেক পালটে গেছে। কিন্তু তিনি যখন কেরিয়ার শুরু করেছিলেন, বিষয়টা অনেক এরকম ছিল।