• Tue. Mar 21st, 2023

মুক্তির দিন ঘোষণা ‘লাল সিং চাড্ডা’র

বলি পাড়ায় আগেই জানা গিয়েছিল হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর হিন্দি রিমেক তৈরি হচ্ছে। সেই ছবির নাম ‘লাল সিং চাড্ডা’। সেই ছবিতে আমির খান এবং করিনা কাপুর অভিনয় করছেন তাও সকলেই জানেন। তবে এই ছবি বলি ইন্ডাস্ট্রিতে একটি মাইলস্টোন হয়ে থাকবে বলে এখন মনে করা করছে ইন্ডাস্ট্রির বড় অংশ। আজ ছবির নতুন পোস্টার মুক্তি পেয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনও।

অভিনেত্রী করিনা কাপুর খান এই ছবির নতুন পোস্টার তাঁর সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। সেই পোস্টারেই লেখা রয়েছে ২০২২ সালে ১৪ এপ্রিল মুক্তি পাবে এই ছবি। সে সময় পয়লা বৈশাখ অর্থাৎ বাংলার নতুন বছরের শুরু। আর সেই পোস্টারে দেখা যাচ্ছে ২০২২-এর আগে ইংরেজি হরফে ‘বৈশাখী’ শব্দটি লেখা রয়েছে। যা নজর কেড়েছে সিনেপ্রেমীদের।

হলিউডি ছবি ‘ফরেস্ট গাম্প’-এর এই হিন্দি রিমেক তৈরির জন্য বহুদিন ধরেই কঠোর পরিশ্রম করেছেন আমির খান। তবে তাঁর এই জার্নিতে তাঁর সঙ্গী কিরণও। বেশ কিছুদিন আগেই বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছেন আমির এবং কিরণ। সেই ঘোষণার পরেও একসঙ্গে তাঁদের সঙ্গে শুটিংয়ে দেখা গিয়েছে। এবার শুধু মুক্তির অপেক্ষাতে ‘লাল সিং চাড্ডা’।