• Fri. Mar 31st, 2023

ভিকি-ক্যাটরিনার বিয়ে ডাকা হয়নি কিয়ারা আডবাণীকে?

বলি পাড়াতে কান পাতলে এখন একটাই খবর ভেসে আসছে, তা ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের বিয়ের খবর। এবার সেই বিয়ে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কিয়ারা আডবাণী। ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের বিয়েতে আমন্ত্রিত কিনা সেই প্রশ্ন ছুড়ে দেওয়া হয় কিয়ারাকে। তিনি সেই প্রসঙ্গ এড়িয়ে যাননি। কিয়ারা জানায় যে তাঁকে নাকি নেমন্তন্ন করেনি কেউ। এটুকু বলেই থেমে যান কিয়ারা। সত্যিটা তবে কী?

২০১৮ সালে ‘লাস্ট স্টোরিজ’তে একসঙ্গে অভিনয় করেছিলেন ভিকি এবং কিয়ারা। সেই ছবি থেকেই তাঁদের বন্ধুত্বের সূত্রপাত হয়। কিয়ারা অস্বীকার করলেও বলিউডের অন্দরে, ‘ভিক্যাট’-এর বিয়ের অনুষ্ঠানে থাকছেন তিনি। নিমন্ত্রিত তাঁর প্রেমিক সিদ্ধার্থ মলহোত্রও।

আজই আইনি ভাবে খাতায়-কলমে বিয়ে সারতে চলেছেন ভিকি এবং ক্যাটরিনা। এর পরই রাজস্থানের এক বিলাসবহুল প্রাসাদে ধুমধাম করে হবে এই বিয়ের অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানেতেই অতিথি হিসেবে উপস্থিত থাকবে বলিউডের একাংশ।