• Thu. Mar 30th, 2023

’ভিকি-ক্যাট’এর বিয়েতে বলিউড থেকে আমন্ত্রিতদের তালিকায় কারা?

আর মাত্র এক মাস বাকি। তারপরই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। কিন্তু তাঁদের বিয়ের অনুষ্ঠানে কোন কোন সেলিব্রিটি হাজির থাকতে চলেছেন? জানা যাচ্ছে যে আমন্ত্রিতদের তালিকায় নাকি বাদ পড়ছেন ক্যাটরিনার প্রাক্তন প্রেমিক সলমন খান?

আমন্ত্রিতদের তালিকায় দেখা যেতে পারে করণ জোহর, আলি আব্বাস জাফর, কবির খান, মিনি মাথুর, রোহিত শেট্টিসহ আরও নামজাদা বলি তারকারা। অনুষ্ঠানে থাকতে পারেন বরুণ ধাওয়ান এবং নাতাশা দালালও। তবে এখনও পর্যন্ত সলমন খান আমন্ত্রিত কিনা তা কোনো ভাবে জানা যায়নি।

অন্য দিকে সূত্র বলছে এ বার দীপাবলিতেই নাকি ঘরোয়া ভাবে পরিচালক কবির খানের বাড়িতে বাগদান পর্ব সেরে ফেলেছেন ভিকি এবং ক্যাট। ক্যাট পরিচালককে নিজের দাদা হিসেবে দেখেন। জানা যাচ্ছে যে, পাপারাৎজিদের চোখে ‘ধুলো’ দেওয়ার জন্যই নাকি নিজেদের বাড়িতে বাগদানের অনুষ্ঠান না সেরে কবিরের বাড়িতে সেরে ফেলেছেন।