• Thu. Mar 30th, 2023

বিয়ের উদ্দেশ্যে জয়পুর পাড়ি দিলেন ভিকি-ক্যাটরিনা

আজ সকাল বেলাতেই দুই পরিবারের লোকজন জয়পুর উড়ে গেলেও ভিকি এবং ক্যাটরিনা জয়পুরের উদ্দেশ্যে রওনা দিলেন সোমবার সন্ধ্যেতেই। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে বলিউডের এই বছরের সব চাইতে চর্চিত বিয়ের অনুষ্ঠান।

বিমানবন্দরেতে দেখা মিলল ক্যাটরিনা এবং ভিকির। প্রথমে দেখতে পাওয়া গেল মায়ের সঙ্গে ক্যাটরিনাকে আর তার খানিক পরেই দেখতে পাওয়া গেল ভিকিকে। দুজনের পোশাকের রঙ উপছে পড়ছে বিমানবন্দরে। উজ্জ্বল কমলা রঙে নিজেকে মুড়ে ক্যাটরিনা চললেন জয়পুরের উদ্দেশ্যে। অন্যদিকে ভিকির শার্টেও আবার কমলা রঙের ছোঁয়া। এতে বোঝাই যাচ্ছে তাঁদের বিয়েতেও রঙের বাহার বেশ ভালোই দেখা যাচ্ছে।

আজ সকালে ক্যাটরিনার বাড়ি থেকে সারি সারি মালপত্র বের হতে দেখা গিয়েছিল। অর্থাৎ সকাল সকালই দুই বাড়িতে যে তোড়জোড় শুরু হয়ে গিয়েছিল তা আর বলার অপেক্ষা রাখে না। সকাল থাকতেই হাজির হয়েছিলেন তাঁর বোন ও প্রিয় বন্ধু ফ্যাশন ডিজাইনার অনিতাও। এখন সব মিলিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি বেশ তুঙ্গে।