• Fri. Mar 31st, 2023

বাঙালি পরিচালকের থ্রিলার ছবিতে কাজ করতে চলেছেন করিনা?

করিনা কাপুর খান এবার অভিনয় করতে চলেছেন এক বাঙালি পরিচালকের পরিচালনায়, এমনটাই সূত্রের খবর। পরিচালক স্বয়ং সুজয় ঘোষ। তাঁর পরিচালিত ‘কাহানি’ ছবিটি বছর কয়েক আগে সবাইকে মুগ্ধ করেছিল। এবার তাঁর ছবিতে প্রথমবার কাজ করবেন করিনা।

জানা গেছে যে বেশ কিছু সময় ধরেই থ্রিলারে অভিনয় করার জন্য মুখিয়ে ছিলেন করিনা কাপুর খান। একটু খেয়াল করলে লক্ষ্য করা যায় তাঁর কেরিয়ারে থ্রিলার বা রহস্য রোমাঞ্চর ছবির সংখ্যা খুব একটা বেশি নয়। তাই তিনি সুজয়ের প্রস্তাব পাওয়া মাত্রই চরিত্র রাজি হয়ে যান তাঁর সাথে কাজ করবেন বলে। শোনা যাচ্ছে সব কিছু ঠিক থাকলে আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই ছবির শুট। এও শোনা যাচ্ছে যে দার্জিলিং ও কালিম্পংয়ের বেশ কিছু অঞ্চলেও নাকি এই ছবির শুট হওয়ার কথা আছে।

এই ছবিতে শুধু করিনাই নন, আছেন বেশ কিছু নামজাদা অভিনেতারাও। এই মুহূর্তে তাঁরা কারা, এখনও খোলসা করতে চায়নি ছবির কর্তৃপক্ষ। এ বছরই মা হয়েছেন করিনা। সেই সংক্রান্ত একটি বইও প্রকাশ পেয়েছে তাঁর মাস কয়েক আগেই। আর এই বছরেই আবার নতুন ছবির অফার পেলেন, বলাই বাহুল্য যে তাঁর এখন সময় বেশ ঊর্ধ্বমুখী।