• Sat. Jun 10th, 2023

কর্ণের প্রশ্নের মুখে আলিয়া?

পরিচালক কর্ণ জোহর এবং অভিনেত্রী আলিয়া ভাট দুজনের সম্পর্ক বেশ মুচমুচে। এবার তাঁরা একসাথে কাজ করতে চলেছে। নতুন ছবি ‘রকি অউর রানি কী প্রেম কহানি’র শ্যুট শুরু হয়ে গিয়েছে। সেই শ্যুটের ফাঁকেই পরিচালক কর্ণ জোহরের সঙ্গে ‘র‍্যাপিড ফায়ার’-এ মজেছিলেন আলিয়া ভাট।

খেলাটা বেশ মজার, আর কিচ্ছু না ভেবে চটজলদি জবাব দিতে হবে। তবে এ বার বিতর্কিত প্রশ্নের ফাঁদে আলিয়াকে বিপাকে ফেলেননি পরিচালক কর্ণ। পরিচালকের প্রথম প্রশ্ন ছিল যে আলিয়ার প্রিয় গান কী? তার উত্তরে দু’টি গান গেয়েছেন আলিয়া। প্রথমটি, দিলজিৎ দোসঞ্ঝের ‘তেরা নি ম্যায় লাভার’ আর দ্বিতীয় গানটি আলিয়ার প্রাক্তন প্রেমিক সিদ্ধার্থ মলহোত্রের ‘শেরশাহ’ ছবির ‘রাতা লম্বিয়া।’

পরবর্তী প্রশ্ন হিসেবে পরিচালক আলিয়াকে বলেন এই মুহূর্তের সব চেয়ে চর্চিত ছবির নাম বলতে, তখন আলিয়া উত্তরে জানান যে ‘সূর্যবংশী’। এই ছবির প্রযোজক আবার কর্ণ জোহর। শেষ প্রশ্ন হিসেবে কর্ণ জানতে চান, সম্প্রতি ইনস্টাগ্রামে দেখা কোন পোস্টটি আলিয়া সকলের কাছে পৌঁছে দিতে চাইবেন। তার উত্তরে আলিয়া বলেন কর্ণের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার মুহূর্ত।