• Mon. May 29th, 2023

হলিউডে পা রাখতে চলেছেন দীপিকা!

বলিউড থেকে হলিউডে কাজ করেছেন অনেকেই এবার সেই তালিকায় আরও এক নাম যুক্ত হতে চলেছে। এবার হলিউডে পারি দিচ্ছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। একটি রোম্যান্টিক কমেডি ঘরানার ছবিতে অভিনয় করতে চলেছেন বলিউডের এই অভিনেত্রী। ইরস কর্পোরেট গ্লোবাল কর্পোরেশন ডিভিশনের প্রযোজনায় তৈরি হবে এই ছবি।

অভিনেত্রী দীপিকা শুধুই অভিনয় করবেন না বরং হলিউডে এই ছবির মাধ্যমেই প্রযোজক হিসেবে হাতেখরি হবে তাঁর। দীপিকার প্রযোজনার সংস্থা কা প্রোডাকশনস ছবিটির সহ-প্রযোজনার দায়িত্বে থাকবে। অভিনেত্রী জানিয়েছেন, বিশ্বজুড়ে সকলের কাছে ভাল এবং অর্থবহ ছবি পৌঁছে দেওয়ার উদ্দেশ্য নিয়েই তিনি তাঁর প্রযোজনা সংস্থা তৈরি করেছেন। তাই এই ছবির সঙ্গে যুক্ত হতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত। একই ভাবে হলিউডের প্রযোজনা সংস্থাও বেশ খুশি দীপিকাকে তাদের সাথে পেয়ে।

গত বছর অর্থাৎ ২০২০ সালে ‘ছপক’ ছবির মাধ্যমে প্রযোজক হিসেবে নিজের যাত্রা শুরু করেছিলেন দীপিকা। হলিউড ছবি ‘দ্য ইন্টার্ন’-এর পুনর্নির্মাণের কথাও ঘোষণা করে ফেলেছেন তিনি। রবার্ট ডি নিরো যে চরিত্রে অভিনয় করেছিলেন, সেই চরিত্রেই দেখা যাবে বলি অভিনেতা অমিতাভ বচ্চনকে। অ্যান হ্যাথওয়ে অভিনীত চরিত্রে থাকবেন অভিনেত্রী নিজে।