• Mon. May 29th, 2023

সলমনের রসিকতয় রাজ কুন্দ্রা, অস্বস্তিতে পড়লেন শমিতা শেট্টি

প্রকাশ্যেই রাজ কুন্দ্রাকে নিয়ে রসিকতায় মেতে উঠলেন বিগবসের মঞ্চে সলমন খান। আচমকা এরকম মন্তব্যতে অস্বস্তিতে পড়ে যান রাজ কুন্দ্রার শ্যালিকা ও বিগবসের অন্যতম একজন প্রতিযোগী শমিতা শেট্টি। যদিও পরে নিজেকে সামলে নেন তিনি। কিন্তু কোথা থেকে এই ঘটনার সূত্রপাত হল?

বিগবসের ঘরেতে প্রতীক সহজপাল আর এক প্রতিযোগী বিধি পান্ড্য স্নান করার সময় বাথরুমের লক খুলে দেওয়া নিয়ে শুরু হয়ে জোর সমালোচনা। প্রতীককে সে জন্য তিরস্কার করেন সলমন খান। পাশাপাশি প্রতীককে সমর্থন করার জন্য আরেক প্রতিযোগী নিশান্ত ভাটকেও তুলোধনা করেন সলমন।

এর ঠিক পরেই শো-এর মেজাজ হালকা করার জন্যই শো’র অন্যতম প্রতিযোগী করণ কুন্দ্রার দিকে তাকিয়ে সলমনকে বলতে শোনা যায়, ‘প্রতীককে যা বললাম ও বুঝে গিয়েছে। করণকে যা বললাম ও বুঝে গিয়েছে, আর রাজ কুন্দ্রাও বুঝে যাবে।‘ আর ঠিক এই ঘটনার পরেই শো’র বাকি প্রতিযোগীরা হাসতে শুরু করেন সেখানে। কী হচ্ছে খানিক ঠাওর করতে না পেরে তখনই অস্বস্তিতে পড়তে দেখা যায় শমিতাও। পরে নিজেকে আবার সামলে নেন তিনি।