• Mon. May 29th, 2023

আলিয়ার পরিবার রণবীরের থেকে সাড়ে ১১ কোটি নগদ চেয়েছিল!

গত ১৪ এপ্রিল, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন আলিয়া ভট্ট এবং রণবীর কপূর। কপূর পরিবারে বান্দ্রার ‘বাস্তু’ আবাসনেই বিয়ের মণ্ডপ সেজে উঠেছিল। তাঁদের বিয়ের বিভিন্ন মুহূর্তের ছবি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নেটমাধ্যমে। বিয়ের অন্দরমহলের তথ্য বলছে, বিয়ের পরে রণবীরের কাছে আলিয়ার পরিবারের দাবি ছিল সাড়ে ১১ কোটি টাকা! সেই টাকা কি দিয়েছেন রণবীর?

’রণলিয়া’র উপহার দেওয়া নেওয়া পর্বের খুঁটিনাটি প্রকাশ্যে এসেছে। কনেপক্ষের তরফ থেকে অতিথিদের সবাইকে একটি করে কাশ্মীরি শাল উপহার দেওয়া হয়েছে। আলিয়ার মা তাঁর আদরের জামাইকে একটি ঘড়ি উপহার দিয়েছেন, যার মূল্য প্রায় আড়াই কোটি টাকা। বিয়ের ঐতিহ্য বজায় রেখে বর রণবীরের জুতো চুরি করেছিলেন ভট্ট বাড়ির মেয়েরা।

সেই জুতো ফেরত পেতে হলে বিয়ের পরে রণবীরের কাছে তাঁরা দাবি রাখে সাড়ে ১১ কোটি টাকা। বহু তর্ক-বিতর্কের পরে শ্যালিকাদের হাতে একটি খাম ধরিয়ে দেন রণবীর। তবে তাতে সাড়ে ১১ কোটি টাকা দেওয়া হয়নি। তাঁদের চাহিদার তুলনায় অনেক কম টাকাই দিয়েছেন রণবীর, মাত্র এক লক্ষ টাকা দিয়ে জুতো ফেরত নিয়েছেন তিনি।