• Mon. Feb 6th, 2023

নতুন ছবি ‘দ্য রিটার্ন’তে অর্জুন রামপাল

বলিউডের একজন দক্ষ অভিনেতা অর্জুন রামপাল। এবার তাঁকে দেখা যাবে অপর্ণা সেন পরিচালিত ‘দ্য রেপিস্ট’ ছবিতে। এবার সামনে এলো অর্জুনের পরবর্তী ছবির নাম ‘দ্য রিটার্ন’ আর সেই ছবির জন্যই প্রস্তুতি শুরু করেছেন অভিনেতা। তিনি সম্প্রতি পরিবারের সঙ্গে লন্ডনে রয়েছেন।

‘দ্য রিটার্ন’ ছবির জন্য চুলের রং পালটাতে হয়েছে অর্জুন রামপালকে। দর্শক সেই ছবিও দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। অর্জুন নিজেই শেয়ার করেছিলেন সেই ছবি ও ভিডিয়ো। ছবির প্রস্তুতি পর্ব এখন চলছে তুঙ্গে। মাথায় কালো চুল, চোখে কালো ফ্রেমের চশমা পড়েছেন অর্জুন আর তাঁর হাতে চিত্রনাট্য। ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘যাত্রায় নিজেকে ডুবিয়ে দাও। পরিণতির দিকে মন দিয়ে অন্যমনস্ক হয়েও না।‘

তিনি ছবির কাজে কতখানি নিমজ্জিত হয়ে গিয়েছেন তা তাঁর ক্যাপশন থেকেই স্পষ্ট। নিজের ছবির সঙ্গে স্ক্রিপ্টের ছবিও পোস্ট করেছেন অর্জুন রামপাল। সেই ছবিতে দেখা যাচ্ছে, ‘দ্য রিটার্ন’ লিখেছেন প্রতীক পয়োধী। ২২ অগস্ট সংলাপ ড্রাফ্ট হয়েছে। দ্বিতীয় চ্যাপ্টার ‘ওয়াটার’-এর প্রস্তুতি নিচ্ছেন এখন অর্জুন।