• Thu. Jun 8th, 2023

দ্বিতীয় বার কোভিড পজেটিভ অর্জুন কপূর

গত বছর সেপ্টেম্বরে করোনার কবলে পড়েছিলেন অর্জুন কাপূর। ঠিক দেড় বছরের মধ্যে দ্বিতীয় বার করোনা সংক্রমণ হল অর্জুন কপূরের। তবে কেবল অর্জুনই নন, তাঁর সঙ্গে কপূর পরিবারের আরও তিন জন সদস্যের কোভিড পজিটিভ। অন্য দিকে তাঁর প্রেমিকা মালাইকার কোভিড রিপোর্ট এসেছে নেগেটিভ।

জানা যাচ্ছে বনি এবং মোনা কপূরের মেয়ে অর্থাৎ অর্জুনের বোন অংশুলা কপূরও এই রোগে আক্রান্ত হয়েছেন। আবার অন্য দিকে সোনম কপূরের বোন রিয়া কপূর এবং তাঁর স্বামী কর্ণ বুলানিও কোভিড পজিটিভ হয়েছেন। সূত্রের খবর, চার জনেই আপাতত এখন নিভৃতবাসে রয়েছেন। তাঁরা স্বাস্থ্যবিধি মেনে প্রয়োজনীয় পদক্ষেপ করছেন প্রত্যেকেই।

গতকাল মধ্য রাতে অর্জুন তাঁর বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি নাচের ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে দুই ভাই-বোন মনের আনন্দে নাচছেন। আর আজই হঠাৎ খবর এসেছে তাঁর করোনার রিপোর্ট পজেটিভ হয়েছে। তবে স্বস্তি এই যে আপাতত সবাই ভালো আছেন।