• Tue. Jan 31st, 2023

অনুপম খেরকে ‘বেকার’ বলে কটাক্ষ করলেন এক ব্যক্তি?

ভক্তদের সঙ্গে নতুন খেলায় মেতেছিলেন অভিনেতা অনুপম খের। এই খেলার নাম দিয়েছেন ‘আস্ক মি এনিথিং’ অর্থাৎ অভিনেতাকে যা ইচ্ছে তাই জিজ্ঞাসা করা যাবে। তিনি তাঁর অনুরাগীদের প্রশ্নের উত্তর দেবেন। এদিকে এক ব্যক্তি অনুপমকে সরাসরি আক্রমণ করে বললেন, তিনি নাকি বেকার। তাঁর কোনও কাজই নেই। আর অনুপম খেরও চুপ রইলেন না দিলেন তাঁর পাল্টা জবাব।

সেই ব্যক্তি অভিনেতা অনুপমকে লেখেন, ‘আমরা আপনার মতো বেকার নই। তাই এখানে বসে টাইম পাস করার অবকাশও নেই।‘ অভিনেতার রাজনৈতিক মতাদর্শ নিয়েও কটাক্ষ করেন সেই ব্যক্তি। সেই উত্তরও অনুপম লিখে জানান যে, ‘এটা বলার জন্যও তো সেই জবাব দিতেই হল। আসলে তুমি যতই চাও আমায় অবজ্ঞা করতে পারবে না।‘

বহু মানুষ তাঁর ব্যক্তিগত খুঁটিনাটির ব্যাপারেও জিজ্ঞাসা করেছেন এই খেলার মাধ্যেম। যেমন একজন জানতে চেয়েছিলেন তিনি খানের মধ্যে অনুপমের কাকে বেশি পছন্দ? এই প্রশ্নের উত্তরে অনুপম জানিয়েছেন অভিনেতা হিসেবে তিন জনই তাঁর পছন্দের। এইরকম নানান প্রশ্নের মাধ্যেমে এই খেলা চলতে থাকলো অভিনেতার সাথে তাঁর অনুরাগীদের।