• Sat. Jun 10th, 2023

কী কারণে আলিয়াকে ‘না’ বললেন ভন্সালী?

সঞ্জয় লীলা ভন্সালী, বলিউডের অন্যতম একজন পরিচালক। তিনি তাঁর ছবি নিয়ে বরাবরই খুব কড়া। ছবি মুক্তির আগে তার গোপনীয়তা নিয়েও তেমনই কড়া। এবার তিনি সটান ‘না’ বলে দিলেন আলিয়া ভট্টকে। কিন্তু কী কারণে তিনি না বললেন? কী চেয়েছিলেন আলিয়া?

সম্প্রতি ভন্সালীর ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ ছবিতে অভিনয় করেছেন আলিয়া ভট্ট। ছবিটি সম্ভবত মুক্তি পাবে ফেব্রুয়ারির মাঝামাঝি। আর তার আগেই নিজের মা, বাবা এবং প্রেমিক রণবীর কপূরকে নিজের কাজ দেখাতে চেয়েছিলেন আলিয়া। কিন্তু হাজার অনুরোধের পড়েও ভন্সালী রাজি হননি। আসলে ছবি মুক্তির আগে কাউকেই নিজের ছবি দেখাতে চাননা ভন্সালী। তাই এক কথায় তিনি ‘না’ বলে দিয়েছেন ছবির অভিনেত্রী আলিয়াকে।

২০১২ সাল থেকে একাধিক ছবি করেছেন আলিয়া কিন্তু ‘গঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ একদম আলাদা। কারণ এ ছবিতে নাকি তিনি নিজেকে পুরোপুরি ভেঙে নতুন করে গড়েছেন। এমন কি বলিপাড়ার অন্দরের এ খবরও শোনা যাচ্ছে, এ ছবির জন্য নাকি জাতীয় পুরস্কারও পেয়ে যেতে পারেন আলিয়া। আর তাই আবেগ-উৎসাহে তাঁর বাবা, মা এবং রণবীরকে আগেভাগেই দেখাতে চেয়েছিলেন নিজের অভিনয় আলিয়া। আর ভন্সালী তাই রাজি হননি আলিয়ার এই কথায়।