• Thu. Jun 8th, 2023

‘ব্রাউন মুন্ডে’ গানে নাচলেন আলিয়া-রণবীর

দিল্লিতে আলিয়া ভাট এবং রণবীর সিং ব্যস্ত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির শুটিং নিয়ে। আর এই শুটিংয়ের ফাঁকে গুরুগ্রামে একটি মিউজ়িক কনসার্টে অংশগ্রহণ করলেন এই দুই তারকা। সকলের মতো ভিড়ের মধ্যেই দাঁড়িয়ে ছিলেন রণবীর এবং আলিয়া। আসলে দু’জনেই সঙ্গীতের বড় ভক্ত তাই তাঁরা সে সুযোগ পেয়েই প্রিয় কনসার্টে হাজির হয়েছিলেন।

ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে রণবীর এবং আলিয়ার কনসার্টে উপস্থিত থাকার একটি ভিডিয়ো। এপি ধিলন, গুরিন্দর গিল ও শিন্ডা কাহলনের ‘গ্রাউন মুন্ডে’ গানের সঙ্গে নাচলেন দুই তারকা। আর এমন ভাবেই নাচলেন যেন চারপাশে কেউ তাঁদের দেখতে পাচ্ছেন না। মেরুন টপ পরে এসেছিলেন আলিয়া। রণবীরের পরনে ছিল একটা কালো টি-শার্ট, ডেনিমের জ্যাকেট, জিন্স আর মাথায় টুপি।

‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র আগে রণবীর এবং আলিয়া ‘গাল্লি বয়’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন। ছবিটি সেই বছরের অস্কারের জন্য মনোনীত হয়েছিল। এবার পাঁচ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। সেই ছবির নামই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’। জুলাই মাসে রণবীরের জন্মদিনের দিন এ ছবির ঘোষণা করেছিলেন করণ নিজেই। এখন চলছে জোর কদমে শুটিংয়ের কাজ।