• Thu. Mar 30th, 2023

আলিয়া এবার প্রযোজক!

অতিমারি পরিস্থিতির জন্য বলিউডে শুটিং করা খুব খরচসাপেক্ষ। এবার প্রথম প্রযোজনার দায়িত্বভার আলিয়া ভট্টর উপর। শুটিং শুরু হয়ে গেছে ‘ডার্লিংস’-ছবির, তাতে আছে আলিয়ার সঙ্গে রয়েছেন শেফালি শাহ, বিজয় বর্মা, রোশন ম্যাথিউ। এই ছবি দিয়ে ডেবিউ করছেন পরিচালক জসমিত কে রিন। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, অন্ধেরির এক অভিজাত হোটেলে রাখা হয়েছে একশো সদস্যকে। গত সপ্তাহ থেকেই তাঁরা রয়েছেন সেখানে। বায়ো-বাবলে শুট করার জন্য এই ব্যবস্থা। প্রথমে ৫০ জন সদস্যকে নিয়ে শুটিং শুরু হলেও, পরে তার সংখ্যা বাড়ানো হয়েছে একটি বিশেষ দৃশ্য শুটের জন্য। আউটডোরের অধিকাংশ শুট হচ্ছে অন্ধেরির আশপাশের এলাকায়। আর ইনডোরের শুটের জন্য সাধারণের জন্য বন্ধ রাখা হয়েছে হোটেলের একটি বড় অংশ।

আলিয়ার সঙ্গে এই ছবিতে সহ-প্রযোজনা করছেন শাহরুখ খানের সংস্থা। বায়ো-বাবলের খরচ বহন করা বলিউডের সব প্রযোজকের পক্ষে সহজ নয়। তাই অনেক প্রযোজক আবার শুটিং পিছিয়েও দিয়েছেন। শোনা যাচ্ছে, পরিচালক অগস্টের মাঝামাঝি ছবির একটি শিডিউল শেষ করতে চাইছেন।