• Mon. Dec 5th, 2022

আগামী বছরই বিয়ে করছেন অভিনেত্রী মৌনী রায়!

শোনা যাচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসেই বিয়ে করবেন অভিনেত্রী মৌনী রায়। মৌনী রায় কোচবিহারের মেয়ে। শোনা যাচ্ছে, তাঁর প্রেমিক সূর্য নাম্বিয়ারের সঙ্গে গাঁটছড়া বাঁধবেন বিদেশের মাটিতে। বিয়ের অনুষ্ঠান হবে দুবাইয়ে কিংবা ইটালিতে। অভিনেত্রীর তুতো ভাই বিদ্যুৎ রায় সরকার সংবাদমাধ্যমকে এমনটাই জানিয়েছেন।

মৌনীর খুব ঘনিষ্ঠ বন্ধু অভিনেত্রী মন্দিরা বেদীর বাড়িতে সূর্য এবং মৌনীর অভিভাবকরা দেখা করেন। আর সেখানেই পাকা কথা হয়। দুবাই বা ইটালি, যেখানেই বিয়ে হোক না কেন, কোচবিহারে নিজের বাড়িতেও একটি অনুষ্ঠানের আয়োজন করবেন মৌনী, এমনও জানা গেছে।

সূর্যর জন্ম বেঙ্গালুরুর জৈন পরিবারে। তিনি দুবাইয়ে ব্যবসা করেন। অন্যদিকে মৌনীর প্রয়াত বাবা অনিল রায় কোচবিহার পুরসভার উচ্চপদস্থ কর্মী ছিলেন। মা একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা। জি ফাইভের ‘লন্ডন কনফিডেনশিয়াল’-এ শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছিল মৌনীকে। রণবীর কপূর, আলিয়া ভট্ট, অমিতাভ বচ্চন অভিনীত আগামী ছবি ‘ব্রহ্মাস্ত্র’তেও দেখা যাবে অভিনেত্রী হিসেবে মৌনীকে।