• Fri. Mar 31st, 2023

হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত পুনীত রাজকুমার

হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন অভিনেতা পুনীত রাজকুমার। যিনি সকলের কাছে পরিচিত ‘পাওয়ারস্টার’ হিসেবে। বয়স হয়েছিল মাত্র ৪৬ বছর। ইতিমধ্যেই হাসপাতাল চত্বরে জমা হয়েছেন তাঁর ইন্ডাস্ট্রির সহকর্মীরা।

অভিনেতার পরিবার সূত্রে জানা গিয়েছে যে, সকালে জিম করছিলেন অভিনেতা। আচমকাই পড়ে যান আর তারপরে তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁকে ভর্তি করা হয় আইসিইউতে। হাসপাতাল সূত্রে খবর, ম্যাসিভ হার্টঅ্যাটাকে আক্রান্ত হয়েছেন অভিনেতা। অবশেষে শুক্রবার দুপুরে প্রয়াত হন তিনি।

অভিনেতার এই হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নামে ইন্ডাস্ট্রিতে। কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। এ দিন সকালেও টুইটারে সক্রিয় ছিলেন পুনীত আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এ হেন খবরে পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে গিয়েছেন তাঁর দাদা শিব, রয়েছে অভিনেতার পরিবারও।