• Fri. Mar 31st, 2023

হাসপাতালে অসুস্থ অভিষেককে দেখতে গেলেন অমিতাভ এবং শ্বেতা

মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। রবিবার রাত্রে লীলাবতী হাসপাতালের বাইরে ক্যামেরাবন্দি হতে দেখা যায় অমিতাভ বচ্চন এবং শ্বেতা বচ্চনকে। তাঁরা দুজনে অভিষেকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, সূত্রের খবর।

অভিনেতা অভিষেক বচ্চন কিছুদিন আগে হাতে চোট পান। তাঁর আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছবিও ঘুরতে দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। ডান হাতে স্লিং বাঁধাও দেখা যায়। যদিও তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে প্রকাশ্যে কেউ কোনও মন্তব্য করেননি।

এই মুহূর্তে মধ্যপ্রদেশে শুটিং করছেন অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চন। মণি রত্নম পরিচালিত ‘পন্নিইন সেলভান’-এর শুটিংয়ে মেয়ে আরাধ্যাকে নিয়ে সেখানেই রয়েছেন তিনি। সে কারণেই অভিষেককে হাসপাতালে দেখতে যাননি বলে খবর।